পড়া হয়েছে: ২৭
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারে মালবাহী ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সদরের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত পাভেল দে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার পরলোকগত মন্টু কুমার দে-এর ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল বারী জানান, বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক উল্টে যাওয়ার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।