কক্সবাজারে চাটগাঁইয়া ভাষায় কথা বললেন প্রধান উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত এ সভার শুরুতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, আঁর হতা হইবাল্লাই ন আইয়্যি, অনারাত্তুন জাইনত আইসসিদে।

সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছেন। এর আগে দুপুরে জাতিসংঘ মহাসচিবসহ কক্সবাজারে বিমানযোগে আসেন তিনি।

বিকাল ৫ টার দিকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসসহ লাখো রোহিঙ্গার সাথে ‘মেগা’ ইফতারে অংশ নিবেন। এবং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটির বিভিন্ন নেতাদের সাথে কথা বলবেন এবং যাবতীয় অনুষ্ঠানাদি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

চাটগাঁ নিউজ/আছহাব/এমকেএন

Scroll to Top