চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় আদালত প্রতিটি মামলায় এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এভাবে মোট তিনটি মামলায় তিন বছরের সাজা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, মেয়রের দায়িত্বকালীন সময়ে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রনি জানিয়েছেন, তিনটি মামলায় প্রতিটি এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সাজা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এই তিনটি মামলায় কারাদণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে।
রায়ে বলা হয়েছে, নুরুল আবছার পলাতক অবস্থায় থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রথম মামলায় ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং একই পরিমাণ অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত সাজা দেয়া হয়েছে।
দ্বিতীয় মামলায় মেয়র থাকা অবস্থায় উন্নয়ন কাজে ব্যবহৃত ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সাজা নিশ্চিত করা হয়েছে।
তৃতীয় মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, সমপরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত সাজা প্রদান করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছিল দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায়।
চাটগাঁ নিউজ/এমকেএন







