পড়া হয়েছে: 59
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নে বজ্রপাতে সিরাজুল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সিরাজুল হক (৩৫) গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩ টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বিকালে সিরাজুল হক ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকষ্মিক বজ্রপাত হলে তিনি আহত হন। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, বিকালে বজ্রপাতে সিরাজুল হকের মৃত্যুর বিষয়টি জেনেছেন। মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন