ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্রের মুখে ৪ টি গরু ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামের আবদু ছমদের গোয়াল ঘর থেকে ডাম্পারযোগে এসব গরু নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা মাসুদ রানা জানান, ফজরের আজানের সময় একই এলাকার বেলালের ঘরে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে ১০/১২ জনের ডাকাত দল। তখন তারা বন্দুক ঠেকিয়ে বাড়ির গেইট ভাংচুর করলে বেলাল তাদের ডাকাত বলে চিৎকার দিলে তারা পিছু হঁটে ৷ এরপর আবদু ছমদের গোয়াল ঘর থেকে ৪ টি গরু গাড়ীতে তুলে চলে যায় অস্ত্রধারী ডাকাত দল।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান বলেন, গরু ডাকাতির সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ভূক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন