ওয়েস্টেজ ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার বর্জিত মালামালের (ওয়েস্টেজ) ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার ৩০ ডিসেম্বর দুপুর ১ টার দিকে টঙ্গী বিসিক পানির ট্যাংকি এলাকার ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস’ কারখানা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সোমবার বেলা একটার দিকে কারখানাটির বর্জিত মালামাল নামাচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের লোকজন। এ সময় তাঁদের কাজে বাধা দেন স্থানীয় ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা জানান, তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। ওষুধ কারখানাটিও তাদের ওয়ার্ডের আওতাভুক্ত। সে হিসেবে কারখানাটির ওয়েস্টেজগুলো তাদের প্রাপ্য। কিন্তু এর মাঝেই গাজী সালাউদ্দিন ও তার লোকজন জোর খাটিয়ে কারখানাটির মালামাল নামাতে থাকেন। এ সময় বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সালাউদ্দিনের লোকজন। এ সময় ওমর ফারুক, সোহান, সাব্বি ও রনিসহ ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মী আহত হন।

গাজী সালাউদ্দিন বলেন, ওই প্রতিষ্ঠানে আমার বৈধ কাগজপত্র জমা দেওয়া আছে। ওয়েস্টেজ নেওয়ার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। নিয়ম অনুযায়ী আমরা বৈধ ব্যবসায়ী। এ সংক্রান্ত সব কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু আজ আমার লোকজন মালামাল নামাতে গেলে হঠাৎ কিছু লোকজন (ওয়ার্ড বিএনপির নেতা–কর্মী) বাধা দেয়। এ সময় কিছুটা হাতাহাতির ঘটনা ঘটতে পারে। কিন্তু এখন তারা আমাকে কালার করার জন্য বিষয়টি নানাভাবে রং মেখে প্রচার করছে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top