ওয়াসার পাইপে আবার ড্রিলের আঘাত, পানি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ এলাকায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ১৭ ফেব্রুয়ারি ফেটে যায় ওয়াসার প্রধান পাইপলাইন।

এবার পিজিসিবি’র ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সঞ্চালনের কাজ করতে গিয়ে ওয়াসার প্রধান পাইপলাইনটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৮ মার্চ) নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে ওয়াসার ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান এ সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাত্র ২২ দিনের ব্যবধানে ওয়াসার পানি সরবরাহ লাইনে দ্বিতীয়বার এই দুর্ঘটনা ঘটলো।

সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ রবিবার (৯মার্চ) চট্টগ্রাম ওয়াসা এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ঠিকাদার কর্তৃক উন্নয়ন কার্যক্রম চলাকালে পাহাড়তলী সাগরিকা মোড়ে কাজ চলছিল। এ সময় বড় ড্রিল মেশিনের আঘাতে সঞ্চালন লাইন ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াসা জানিয়েছে, পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুত সময়ে মেরামতের জন্য ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছ। সাময়িক অসুবিধার জন্য ওয়াসা কর্তৃপক্ষ আন্তরিক দুঃখপ্রকাশ করছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন

Scroll to Top