ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন রাসেল ফকির

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন কলেজের শিক্ষার্থী রাসেল ফকির।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান।

ঈদের আগে একসঙ্গে এতো টাকা পেয়ে খুশিতে আত্মহারা রাসেলের পরিবার।

আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা।

এ ছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ও গাজীরটেক ইউনিয়ন চেয়ারম্যান এয়াকুব আলী প্রমুখ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top