ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিটে অংশ নিতে দুবাইয়ে সিপ্লাসটিভির সম্পাদক আলমগীর অপু

চাটগাঁ নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিটে (1 Billion Followers Summit) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের এডিটর ইন চীফ আলমগীর অপু।

শুক্রবার- রবিবার (৯-১১ জানুয়ারি) তিন দিনব্যাপী Creators HQ-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সামিটটি বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া লিডার, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া উদ্যোক্তাদের জন্য অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজকদের তথ্যমতে, এবারের সামিটে ১৫ হাজারেরও বেশি কনটেন্ট ক্রিয়েটর, ৩০ হাজারের বেশি অংশগ্রহণকারী এবং ৪ শতাধিক আন্তর্জাতিক বক্তা অংশ নিচ্ছেন, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ কনটেন্ট ক্রিয়েটর সম্মেলনে পরিণত করেছে।

এখানে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ, ক্রিয়েটর ইকোনোমি, মিডিয়া ইনোভেশন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং আয়োজন করা হয়েছে।

এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে আলমগীর অপু আন্তর্জাতিক কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বৈশ্বিক মিডিয়া ট্রেন্ড, ডিজিটাল স্টোরিটেলিং ও নতুন কনটেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি এই প্লাটফর্মের মাধ্যমে তিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবেন।

এ বিষয়ে আলমগীর অপু বলেন, ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার্স সামিট শুধু একটি সম্মেলন নয়, এটি ভবিষ্যতের মিডিয়া ও কনটেন্ট ইকোনমি নিয়ে ভাবনার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এই অভিজ্ঞতা বাংলাদেশের ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।’

সামিটে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা MrBeast (জিমি ডোনাল্ডসন)-সহ একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিয়েটরের উপস্থিতি থাকার কথা রয়েছে। পাশাপাশি Khalid Al Ameri, Vishen Lakhiani, Abo Flah, Hashem Al-Ghaili, Unmesh Dinda-এর মতো বৈশ্বিক কনটেন্ট আইকন ও ডিজিটাল মিডিয়া নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সিপ্লাসটিভি দেশের ডিজিটাল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সেই ২০১৬ সাল থেকে। আন্তর্জাতিক এই সামিটে অংশগ্রহণ চাটগাঁইয়া ভাষায় পরিচালিত এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, কনটেন্ট উন্নয়ন ও বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এফসি/এসএ

Scroll to Top