ওয়াকার দেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে : পিনাকী

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে বাংলাদেশ সেনাবিহিনীর প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদের ভাইরাল হওয়া এক ভিডিও বার্তার পর এই কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘সেনা প্রধানের দিক থেকে মূল ভেটো ছিল, ড. মুহাম্মদ ইউনূস কেন? কেন অন্য কোনো ব্যক্তি নয়? ড. মুহাম্মদ ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। আওয়ামী লীগ একজন লোকও একেবারেই দেখতে পারছে না। এছাড়া বাংলাদেশে ৩০-৪০ শতাংশ ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এ সিদ্ধান্তটা মেনে নিচ্ছি।’

এরপর শুক্রবার বিকেলেই পিনাকী ভট্টাচার্য তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেন, ওয়াকার দেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

‘ভারতের সেবাদাস সেনাপ্রধান ওয়াকার’ ক্যাপশনে ভিডিও বার্তা পিনাকী আরও বলেন, বাংলাদেশের একমাত্র শত্রু এখন ভারত, কোন যুক্তিতে ওয়াকার দেশের অবস্থা নিয়ে ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ করে। সে কি ভারতের সেনাপ্রধানের সাথে আলোচনার আগে কারো কাছ থেকে অনুমতি নিয়েছিল?

তিনি আরও বলেন, এই ওয়াকার ৬০০ এর বেশি আওয়ামী লীগ ও খুনি পুলিশকে রক্ষা করেছে। আয়না ঘরের এভিড্যান্স ধ্বংস করেছে। এমনকি ড. ইউনূসকে আয়না ঘর পরিদর্শনে বাধা দিয়েছে ওয়াকার নিজে।

এছাড়াও তিনি বলেন, জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। ওয়াকার দেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণের টাকায় বেতন নিয়ে ভারতের এজেন্ডা পালন করা যাবে না।

সর্বশেষ তিনি বলেন, আজকের শিক্ষা এটাই- আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top