ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু, আহত ১

ওমান প্রতিনিধি: ওমানের রাজধানী মাস্কাটের আজেইবা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাইট ডিউটি শেষ করে একটি প্রাইভেট কারে করে নিজ নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন বাংলাদেশি নাগরিক সাঈদ। তিনি বর্তমানে মাস্কাট নগরীর কোলা হাসপাতালে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়।

নিহতদের পরিচয় হলো— কক্সবাজার মন্ডলপাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩), কক্সবাজার উখিয়া উপজেলার ঝুমকা নাপিতপাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪), কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শাহজাহানের ছেলে রুবেল (৩১), কুমিল্লার মনোহরগঞ্জের আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।

এদিকে আহত চালক সাঈদ (বাড়ি কুমিল্লা) বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত চারজনের মরদেহ বর্তমানে মাস্কাটের রিছাইল মদিনাতুল তাব্বা এলাকার মেডিকেল সিটি মিলিটারি হাসপাতাল (MCMSS)-এর হিমঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস মাস্কাট সূত্রে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহগুলো দেশে পাঠানো হবে।

ওমানে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় চার রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/টমাস/এমকেএন

Scroll to Top