পড়া হয়েছে: ৩৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মোহাম্মদ ওমর ফারুক রনি (২৪) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড প্রজেক্ট গেট গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. খোরশেদ আলমের একমাত্র ছেলে।
মঙ্গলবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গেল রবিবার ওমানের স্থানীয় সময় রাত ৯টার দিকে কাজ শেষে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন রণি। ফেরার পথে ওমানের আবওয়ালা নামক স্থানে এলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে।
আর কিছুদিন পর তার দেশে আসার কথা ছিল। কিন্তু জীবিত আর ফেরা হলো না বলেই কান্নায় ভেঙে পড়েন নিহত রনির পিতা মোহাম্মদ খোরশেদ আলম।
চাটগাঁ নিউজ/এসএ