ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

সন্দ্বীপ প্রতিনিধি: ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের মরদেহ পৌঁছায়। বিমানবন্দর থেকে রাতেই মরদেহগুলো কুমিরা ঘাটে নেওয়া হয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে মরদেহগুলো পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে রাখা হলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন শত শত মানুষ। পরে মরদেহগুলো স্ব স্ব গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। প্রত্যেকটি জানাজায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দাফনের পূর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

দাফনের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, নুরুল মোস্তফা খোকন, জামায়াত নেতা মাওলানা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই প্রবাসীরা পরিবার-পরিজনের জীবিকার জন্য বিদেশে গিয়েছিলেন। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা শোকাহত। বক্তারা নিহতদের পরিবারকে স্থায়ী সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিহতরা হলেন—আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)। তারা সবাই ওমানে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন।

নিহতদের স্বজনরা জানান, গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান। প্রবাসী এসব যুবক একটি গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ‘একসঙ্গে সাতজন রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যু সন্দ্বীপবাসীর জন্য গভীর শোকের বিষয়। আজ দ্বীপবাসীর জন্য একটি শোকাবহ দিন।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top