ওমান প্রতিনিধি: ওমানের রাজধানী মাস্কাটের আল আমরাত এলাকার ৬ নম্বর সেকশনে কাজ করার সময় লেলিং থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের শয্যায় মানবেতর জীবন যাপন করছেন এক বাংলাদেশি প্রবাসী।
আহত প্রবাসীর নাম জামাল উদ্দিন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল ১ নম্বর ওয়ার্ডের বাদমতলী এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসাইন ও আছিয়া খাতুনের দ্বিতীয় ছেলে। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে তিনি ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তার পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে—দু’জনই শিশু।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর (সোমবার) আল আমরাতে একটি ভবনের বাইরে দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় লেলিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জামাল উদ্দিন। দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মাস্কাটের কোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি কোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং শরীরের নিম্নাংশ অবশ হয়ে পড়েছে।
জামাল উদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করতে পরিবারটি চরম বিপাকে পড়েছে। প্রবাসে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান স্বজনরা।
এ বিষয়ে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম জানান, তারা জামালের খোঁজখবর নিচ্ছেন এবং ওমানে তার নিয়োগকর্তাকে বিষয়টি নিয়ে আন্তরিক হওয়ার জন্য প্রয়োজনীয় বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে জামালের পরিবার প্রবাসে চিকিৎসা ব্যয় বহন করতে না পারার কথা জানিয়ে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহায়তার আহ্বান জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/টমাস/এমকেএন






