ওমান প্রতিনিধি: ওমানের বাংলাদেশ স্কুলের জন্য মাস্কাটের বোশার এলাকায় একটি প্লট বরাদ্দ হয়েছে।
সম্প্রতি ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল ইসলাম এবং ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খালফান বিন সাইদ বিন মুবারক আল-শুইলি এর মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রদূত মাস্কাটের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এবং নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করা হয়।
ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে মাস্কাটের বাংলাদেশ স্কুলের জন্য বোশার এলাকায় ৯০৭৯ বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছেন।
প্লট বরাদ্দ পেয়ে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও মাস্কাটের বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাটগাঁ নিউজ/টমাস/এআইকে