বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানটি নিয়ে চুরির অভিযোগ উঠেছিল অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। দুই বছর আগে মুক্তি পাওয়া মণিরত্নম পরিচালিত সিনেমাটির গান নিয়ে কপিরাইট মামলাও হয়েছে।
‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন এ আর রহমান, এমনই অভিযোগ ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রী সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগারের।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, কপিরাইট মামলায় শুক্রবার (২৫ এপ্রিল) এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি জামানত দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে।
এর আগে ২০২৩ সালে কপিরাইট আইনে এ আর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার।
তিনি অভিযোগ করেন, ‘বীরা রাজা বীরা’ গানটি তার বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ গানের সুর থেকে নেওয়া। তিনি আরও জানান, ‘শিবা স্তুতি’ অতি পরিচিত গান, কারণ দাগার পরিবারের সদস্যরা বিশ্বজুড়েই এটি গেয়ে থাকেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এ আর রহমান। আইনজীবীর মাধ্যমে তিনি জানান, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। তাতে রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের।
চাটগাঁ নিউজ/এমকেএন