চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন ভবনে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়। এ দিন কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করে ডিবি। পরে তাকে বিটিভি ভবনে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬০ জনকে আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
চাটগাঁ নিউজ/এআইকে