এস আলমের জামাতার সম্পত্তি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের জামাতা বেলাল আহমেদের পরিচালনাধীন ইউনিটেক্সের ১ হাজার ৫৮৬ শতক সম্পত্তি এবার নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখা থেকে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের নামে নেয়া ২ হাজার ২৩ কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। এ কারণে ব্যাংকটির ওআর নিজাম রোড শাখা ইউনিটেক্সের এ সম্পত্তি নিলামের উদ্যোগ নিয়েছে।

অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩ (২) ধারায় প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ এপ্রিলের মধ্যে আগ্রহী দরদাতাদের দরপত্র জমা দিতে হবে। ব্যাংকের তথ্যমতে, ইউনিটেক্সের বন্ধক রাখা এই সম্পত্তি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ইউনিটেক্স গ্রুপের নামে এই ঋণ গ্রহণ করে। ইউনিটেক্সের ৫০০ কোটি টাকা ঋণ প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। তিনি সম্পর্কে বেলাল আহমেদের চাচা।

ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ম্যানেজার (অপারেশন) কুতুব উদ্দিন জানান, সুদাসলে ইউনিটেক্সের কাছে বর্তমানে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ২৩ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ২৫৩ টাকা। ঋণ আদায়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় ব্যাংকটি সম্পত্তি নিলামে তুলেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিটেক্স গ্রুপ ২০১৮ সালে এলপি গ্যাস ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ নেয়। গ্রুপটির বাজারজাত করা এলপি গ্যাসের ব্র্যান্ড নাম ‘ইউনিগ্যাস’। চট্টগ্রাম ও বগুড়ায় এ প্রতিষ্ঠানের দুটি প্ল্যান্ট রয়েছে। এই দুটি প্ল্যান্টের সর্বোচ্চ সক্ষমতা ৫ হাজার ১৫০ টন। প্ল্যান্ট দুটি নির্মাণসহ ওয়ার্কিং ক্যাপিটাল মিলে সর্বোচ্চ ৫০০ কোটি টাকা ঋণ প্রয়োজন। কিন্তু কোম্পানিটি ইসলামী ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকার বেশি ঋণ হাতিয়ে নিয়েছে।

এছাড়া, ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখা থেকে ইউনিটেক্স কম্পোজিট স্পিনিং এবং পাহাড়তলী শাখা থেকে ইউনিট্যাক্স স্টিল মিলসহ প্রায় ৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ ও তাদের স্বজনেরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় অংশই খেলাপি।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top