পড়া হয়েছে: ৭৯
চাটগাঁ নিউজ ডেস্ক: ঋণখেলাপি হিসেবে আলোচিত-সমালোচিত এস আলম গ্রুপের চিনিকল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। সোমবার (৩০ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিলাম আহ্বান করেছে তারা।
চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখায় এস আলমের কাছে ১ হাজার ৭৭৭ কোটি টাকা পায় জনতা ব্যাংক। বকেয়া আদায়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ২ হাজার ৯৭১ শতাংশ জমি নিলামে তুলবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৪ ডিসেম্বর এ কারখানাটিসহ চট্টগ্রামে নিজেদের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করেছিল এস আলম গ্রুপ।
চাটগাঁ নিউজ/জেএইচ