এসআইবিএলে কর্মী ছাটাই ‘দুঃখজনক’ বললেন গোলাম আকবর খন্দকার

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে চট্টগ্রামের চাকরিচ্যুত ৬৭২ জনের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার। বিষয়টিকে দুঃখজনক ও কাণ্ডজ্ঞানহীন বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র এ নেতা।

বুধবার(৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হওয়া সিপ্লাস টিভির ‘চট্টগ্রামে বিএনপির রাজনীতি ও সমসাময়িক বিষয়ক’ এক টক-শোতে তিনি এ মন্তব্য করেন।

সিপ্লাস টিভি ও চাঁটগা নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই টক-শোতে গোলাম আকবর খন্দকার আরো বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার পরেও শুধুমাত্র চট্টগ্রামের বাসিন্দা বলেই চাকরি থাকবেনা সেটা আমি সমর্থন করিনা।

ব্যাংকের মালিক অপরাধ করলে সেটার শাস্তি কেবল মালিক পাবে। তাই বলে তার নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের কেন ছাটাই করা হবে? যদি তারা কোনো অপরাধে জড়িত থাকে সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিনা অপরাধে রাতারাতি এক নোটিশে চাকরি চলে যাবে কেন সেটা আমার বোধগম্য হচ্ছেনা।

চাকরিচ্যুত হওয়ার এই বিষয় নিয়ে তাদের আইনী পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার।

বিস্তারিত ভিডিওতে…

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top