এশিয়া কাপ: সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে আসরের প্রথম পর্বে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা। তবে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার নতুন সমীকরণ হাজির।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, তবে নেট রান রেটটাই তাদের যত চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোরকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার তাতে ভালোই প্রভাব ফেলেছে। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই। শ্রীলঙ্কার নেট রাটরেট ‍+১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

বাংলাদেশের জন্য যে নেট রানরেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে। আফগানরা যে ব্যবধানেই জিতুক, আশা শেষ হয়ে যাবে লিটনের দলের। ফলে বাংলাদেশ নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা-আফগানিস্তানের আগামীকালের (বৃহস্পতিবার) লড়াইয়ে হাসরাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে, তখন সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সুপার ফোরের সমীকরণ

বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে ৭১ রানের কিংবা ৫৩ বল বাকি থাকতে, তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।

প্রসঙ্গত, গতকাল আফগানদের ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৩১ বলে ৫২ রানে ভর করে টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে রশিদ খানের দল অলআউট হয়েছে ১৪৬ রানে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট এবং নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ২টি করে উইকেট শিকার করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top