এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন ইনজুরিতে আছেন। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। ওই ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। দারুণ বোলিং করতে থাকা এই পেসার তার ১০ ওভার বোলিং সম্পন্ন করতে পারেননি।

তার ইনজুরি নিয়ে তখন বিসিবির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, এবাদতের ইনজুরি বড় নয়। দুই সপ্তাহের মতো বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন তিনি। তখন পুর্নবাসন প্রক্রিয়ার জন্য তাকে দলের সঙ্গেও রাখা হয়েছিল।

বাংলাদেশ এশিয়া কাপের দলে এবাদতসহ পাঁচ পেসার রেখেছিল। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল আছেন দলে। এশিয়া কাপে ডানহাতি পেসার এবাদত খেলতে না পারায় তার জায়গায় রিজার্ভ বেঞ্চে থাকা তানজিম হাসান সাকিব যুক্ত হতে পারেন।

Scroll to Top