পড়া হয়েছে: 324
			
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর এশিয়ান হাউজিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ কুড়ালসহ ৫টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, গতকাল দিবাগত রাত ২ টার দিকে এশিয়ান হাউজিং এলাকার একটি পরিত্যক্ত ঘরে বহিরাগত কিছু লোক অবস্থান করছে ৯৯৯ থেকে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।
তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসীর সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ৫ কিরিচ/দা উদ্ধার করা হয়। সেগুলো জব্দ করে থানা নিয়ে আসছি।
চাটগাঁ নিউজ/এআইকে

															
								




