আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ আগস্ট) বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিনে আগুনের সতর্ক সংকেত পাওয়ায় রাজধানীতে ফিরে আসতে বাধ্য হন পাইলট। এর ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে ইন্দোরগামী বিমানের ফ্লাইটে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৯১৩-এর পাইলট বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুনের সংকেত পান।
প্রোটোকল অনুযায়ী, বিমানের পাইলটরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি বন্ধ করে দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন।
এয়ার ইন্ডিয়া বলেছে, ‘‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী এআই-২৯১৩ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই ককপিট ক্রু বিমানের ডান ইঞ্জিনে অগ্নিসঙ্কেত পান। পরে নিয়ম মেনে ক্রুরা ইঞ্জিনটি বন্ধ করে বিমানটি নিরাপদে দিল্লিতে ফিরিয়ে নেন।’’
যাত্রীবাহী ওই বিমান নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এবং বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। যাত্রীদের বিকল্প বিমানে করে ইন্দোরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সম্মানিত যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তায় সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।’’
দেশটির বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তরকে (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ইঞ্জিনে আগুনের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে ডিজিসিএ।
চাটগাঁ নিউজ/জেএইচ