চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠিত পরীক্ষায় ৬৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ২০ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।
সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সে ৫৪৫টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে অর্জিত স্কোর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে এসব আসনের বিপরীতে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
পরীক্ষায় ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট আবেদনকারীর ১.৭৯ শতাংশ। এ ছাড়া অনিয়মের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পাস করা পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮.১৩ শতাংশ। নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১.৮৭ শতাংশ। সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০ শতাংশ) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০ শতাংশ)। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে মোট আসন রয়েছে ৭ হাজার ৩৬১টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৬ হাজার একটি এবং বিডিএস কোর্সে এক হাজার ৩৬০টি আসন। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৬ অনুযায়ী পরবর্তী সময়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ







