এবার বাড়ল মিষ্টির দাম!

নিজস্ব প্রতিবেদকঃ বাজারে চাল,ডাল,তেল থেকে শুরু করে যেখানে সব পণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। সেখানে মিষ্টিজাত পণ্যই বা বাদ যাবে কেন? তাই মিষ্টিজাত পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। মিষ্টিজাত পণ্যের দাম বাড়ানোর খবর শুনে মিষ্টি প্রেমী ক্রেতারা একটু নাখোশ হলেও মিষ্টি বিমুখ ক্রেতারা স্বস্তির ঢেকুর তুলছেন। মিষ্টির দাম বাড়া নিয়ে ফেসবুকে রঙ্গ ব্যঙ্গাত্মক পোস্ট দিতে শুরু করেছেন।

বাজার অনুসন্ধানে জানা গেছে, মিষ্টিজাত পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল,ফুলকলি,মধুবন, বোস ব্রাদার্স, ওয়েল ফুড, সিজল, ফ্লেভারস, হাইওয়ে, ফুলকলি, সাধু মিষ্টি ভান্ডার, ইকবাল সুইটস,মিঠাই থেকে শুরু করে মিষ্টিজাত পণ্য উৎপাদনকারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে বর্ধিত মূল্য তালিকা টাঙ্গিয়ে দিয়েছে।

মূল্য তালিকা অনুযায়ী, সাদা মিষ্টি,কালো জামুন, লাল মোহন, চমচম প্রতি কেজির মূল্য ছিল ৩৪০ টাকা কেজি, বর্তমানে বর্ধিত মূল্য ৩৫০ টাকা করা হয়েছে। সন্দেশ, কাঁচাগোল্লা প্রতি কেজির আগের মূল্য ৫৫০ টাকার পরিবর্তে এখন কেজি প্রতি ৫৬০ টাকায় বিক্রি করা হবে। মিষ্টি দই ৩২০ টাকা পরিবর্তে বর্ধিত মূল্য ৩৩০ টাকা, মালাই রোল,মালাই চপ প্রতি কেজি ৪৫০ টাকার পরিবর্তে এখন বিক্রি হবে ৪৬০ টাকায়।
বাজারে মিষ্টিজাত পণ্যের এমন মূল্যবৃদ্ধির খবরে অস্বস্তিতে পড়েছে ক্রেতা সাধারণ।

জিইসি মোড় এলাকায় মিষ্টি কিনতে আসা মো. সালাউদ্দিন জানান, বাঙ্গালির জীবনে মিষ্টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানুষ জন্মগ্রহণ করলে মিষ্টিমুখ করা হয়। বিয়ে-সাধি নানামুখী আচার-অনুষ্ঠানে মিষ্টি অনন্য প্রয়োজনীয় একটি উপাদান। মিষ্টি ছাড়া যেন চলবেই না। আবার কেউ মারা গেলে মৃত ব্যক্তির ফাতেয়া বা অন্তোষ্ট্যি ক্রিয়াতে মিষ্টির চল রয়েছে আমাদের। আপনি মিষ্টিপ্রিয় বা মিষ্টি বিমুখ যাই হোন না কেন? মিষ্টি পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top