আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন ফরাসিরা। সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজপথ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম এপি। ম্যাক্রোঁ ঘনিষ্ঠ রাজনীতিককে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরই এই বিক্ষোভ শুরু হয়।
প্রতিবেদন বলা হয়, বামপন্থি দলগুলোর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় ‘ব্লক এভরিথিং’ কর্মসূচির আওতায় দেশজুড়ে মহাসড়কগুলো আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। টায়ার ও ময়লা-আবর্জ্যনায় আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।
এদিকে বিক্ষোভ দমনে দেশজুড়ে অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা পুরো ফ্রান্সজুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে।
বিক্ষোভকারীরা শ্রমিক ধর্মঘট, সর্বাত্মক অবরোধসহ প্রতিটি কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় শুরু করেছে পুলিশ। কয়েক ঘণ্টায় অন্তত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে মনোনীত করেছেন। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে লেকর্নুর কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ