এবার পদত্যাগ করলেন চবি’র দুই উপ-উপাচার্যসহ ৪ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ ৪ জন পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

তারা হলেন- শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক বেণু কুমার দে, প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী এবং প্রেস প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন, ‘দুই উপ-উপাচার্যসহ আমার কাছে ৪ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে উনারা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে ২০২১ সালের ৬ মে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী চলতি বছরের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

এদিকে, রোববার (১১ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আচার্যের কাছে আবেদনপত্র পাঠান। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ, সব হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top