এবার ‘জ্বীন ৩’ আসছে ওটিটিতে

বিনোদন ডেস্ক: ‘জ্বীন’ ও ‘জ্বীন ২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘জ্বীন ৩’ সিনেমাটি। যা মুক্তি পায় গেল ঈদুল ফিতরে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান। আর সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া।

সিনেমা হলের পর এবার ‘জ্বীন ৩’ আসছে ওটিটিতে। সিনেমাটির ওটিটি পার্টনার ছিল আইস্ক্রিন। গতকাল শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে আইস্ক্রিন জানিয়েছে, অবশেষে ৮ জুলাই বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমার।

সিনেমাটি মুক্তির আগে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে মুক্তির চার মাসের মধ্যেই ওটিটিতে দেখা যাবে ‘জ্বীন ৩’। সে কথাই সত্যি হচ্ছে।

হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই। এই সিনেমার ‘কন্যা’ গানটি দারুণ সাড়া ফেলে অন্তর্জালে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top