এবার ফেসবুক আইডি হারালেন আসিফ মাহমুদ

চাটগাঁ নিউজ ডেস্ক: আলোচিত সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের পর এবার প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন তিনি। এর আগে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের আইডিও ডিজেবল করে দেওয়া হয়েছিল।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ আমার অফিসিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়। যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ২০ ডিসেম্বর ইলিয়াস হোসাইনের প্রায় ২২ লাখ ফলোয়ারের পেজটি সরিয়ে ফেলে মেটা কর্তৃপক্ষ। এছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হাসনাত আবদুল্লাহর আইডি। যদিও এ বিষয়ে এখনও হাসনাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ২ জানুয়ারি হ্যাকারের কবলে পড়েছিল হাসনাত-সারজিস-আসিফ ও মাহফুজ আলমের ফেসবুক আইডি। যদিও কয়েক সপ্তাহ পরে তারা হ্যাকারের কবল থেকে আইডি মুক্ত করতে সক্ষম হন।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top