নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। ফাইনালে একই জেলার বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। গতবারের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টা থেকে নগরীর লালদীঘি ময়দানে এ খেলা শুরু হয়।
বলী খেলা পরিচালনা কমিটির সদস্য ইসমাইল বালি বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরের আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
তিনি বলেন, ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হেরে যান রাশেদ। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা।
এবার জব্বারে বলী খেলায় ১৪৭ জন বলী আয়োজকদের কাছে নাম নিবন্ধন করেছে বলে জানিয়েছে আয়োজকরা। এর বাইরে গত আসরের চার সেমিফাইনালিস্ট বাঘা শরীফ, রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও এবারের বলী খেলায় অংশ নিয়েছেন। এদের সাথে আসছে রুবেল চাকমাও। যিনি ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে।
এবার বলী খেলার উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উৎসুক হাজার হাজার মানুষ খেলা দেখতে সকাল থেকে লালদীঘি মাঠের মঞ্চ ঘিরে ভিড় করে। বিকাল ৪টায় খেলা শুরু হলে মাঠে ও মাঠের বাইরে সড়কে তিল ধারনের ঠাঁই ছিল না।
গতকাল বৃহস্পতিবার থেকে অনেক বলী দূর-দূরান্ত থেকে চট্টগ্রামে এসে পৌঁছে। তাদের লালদীঘি পাড়স্থ সিটি কর্পোরেশনে পাবলিক লাইব্রেরি ভবনে রাখা হয়। আবার অনেক বলী পার্শ্ববর্তী পুরাতন গীর্জাসহ সংলগ্ন এলাকার বিভিন্ন হোটেলে ছিলেন।
১৯০৯ সাল থেকে আবদুল জব্বার সওদাগর, পরবর্তীতে তার সন্তানরা এবং বর্তমানে তার নাতিরা এই বলী খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিন প্রজন্মের হাত ধরে জব্বারের বলী খেলা যেন ক্রমশ উজ্জ্বল্য ছড়াচ্ছে। জব্বারের বলী খেলার শান আর মানের কথা চিন্তা করলে তা যেন বলীদের কাছে মহা আরাধ্য। কিন্তু মর্যাদাকর ট্রফিটা ছাড়া এই বলী খেলার প্রাপ্তি তেমন কিছু নেই।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ