এফ আর ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১ হাজার মানুষ

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের এক হাজার গরিব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে ফয়েজ- রওশন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ( ৪ মার্চ) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে এবং লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলীর সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

তিনি বলেন, সকল বিত্তবানদের উপর গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের হক রয়েছে। প্রত্যেক এলাকার বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজ যেমন পরিবর্তন হবে তেমনী গরীব মানুষগুলোর উপকার হবে। এফ আর ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি। ঈদ উপহারের মধ্যে ছিল চিনিগুড়া চাউল, আটা, সেমাই, গুড়া দুধ, প্রাণ ফ্রোটো জুস, মসুর ডাল।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান। উপস্থিত ছিলেন ব্যারিষ্টার জিন্নাত আলীর ভাই চৌধুরী মোঃ শওকত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সদস্য জাহেদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু, হাকিম মোল্লা, ইকবাল হোসেন রুবেল, বাবলা মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top