সিপ্লাস ডেস্ক: এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বলেছেন, আমাদের মোট ভোটার ছিল ১৯৫৪ জন। এর মধ্যে ১৭৪৬টি ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ প্রায় ৮৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
তিনি বলেন, নির্বাচন চলাকালে হাইকোর্টের একটা অর্ডার এসেছিল। সেটাতে স্টে করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম। সেটা বলবৎ রেখেই আইন অনুযায়ী আমরা নির্বাচন চালিয়েছি।
সোমবার (৩১ জুলাই) বিআইসিসিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন এ মতিন চৌধুরী।
তিনি বলেন, আমাদের চেষ্টা ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা সেটা করতে পেরেছি। কোনো ভোটারের কাছ থেকে আমরা অভিযোগ পাইনি।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, ভুয়া ভোটের যে অভিযোগটি আনা হয়েছে তা সত্য নয়। কারণ আমরা ভোটগ্রহণের পূর্বে প্রত্যেক ভোটারের নাম ও এনআইডি কার্ড নিশ্চিত করেছি। ফলে ভুয়া ভোটের কোনো সম্ভাবনা নেই।