এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ উপলক্ষ্যে এই কড়া নিরাপত্তা বলে জানা গেছে।

জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের এনসিপি নেতা নাসীরুদ্দিনের বক্তব্য ঘিরে চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙ্গে দেওয়ায় বাড়তি এই নিরাপত্তার ব্যবস্থা।

এছাড়া নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতে এনসিপির নেতাদের রাত্রিযাপন উপলক্ষেও পুরো হোটেলকে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা থাকবেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। এছাড়া শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টার দিকে হোটেল থেকে রাঙ্গামাটির উদ্দেশে রওনা দিয়েছেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে বিকেলে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। এছাড়া সমাবেশস্থলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top