চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আগের অপারেটরের শেষ সপ্তাহের তুলনায় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনায় দৈনিক গড় হ্যান্ডলিং বেড়েছে ২২৫ টিইইউএস (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট)।
আজ রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত ৬ জুলাই তাদের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুলাই থেকে টার্মিনালটির দায়িত্ব নেয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাইফ পাওয়ারটেক ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে দৈনিক গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল। অন্যদিকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ে দৈনিক গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।
দায়িত্ব নেওয়ার পর গত সাত দিনে ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কন্টেইনার ওঠানো-নামানো সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজের অপারেশন চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ