চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক এন এম জিয়াউল আলমের স্ত্রীর বড় ভাই। তিনি ওই বাসায় সম্প্রতি উঠেছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সিআইডির তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ‘এনআইডি তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে হওয়া মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তাই আসামিকে বুধবার বিকেলে ঢাকায় নিয়ে গেছে তারা’।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সাইবার নিরাপত্তা আইনে করা ওই মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকেও আসামি করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ