স্পোর্টস ডেস্ক : ছাত্র আন্দোলনে দীর্ঘ অচলাবস্থা শেষে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ। মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট।
আজ বুধবার (৭ আগষ্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে ‘এ’ দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরুর আগে দেশে হওয়া সহিংসতার জন্য এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।
আজ সকালে বিসিবির কোচ মিজানুর রহমানের অধীনে ব্যাট-বলের অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা। এই সময়ের মধ্যে কাউকে দোয়া পড়তেও দেখা যায়। মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ, জাকির হাসানসহ টেস্ট দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূর্বনির্ধারিত সূচি অনুসারে গতকালই বাংলাদেশ ‘এ দলের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়েছে। মুশফিক-মিরাজদের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট। আগের সূচি অনুসারে আগামী ১০ আগস্ট শুরু হওয়ার কথা দুই দলের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১৭ আগস্ট। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের।
চাটগাঁ নিউজ/এআইকে