রাঙ্গুনিয়া প্রতিনিধি: মাত্র এক মাসের মাথায় রাঙ্গুনিয়া থানার ওসি মো. ওমর আলীকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত ১৮ মে রাতে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে গতকাল রোববার ওসির বিরুদ্ধে একটি মানববন্ধন কর্মসূচি করা হয়েছিলো। এরপরে এদিন রাতেই বদলি বিজ্ঞপ্তিতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলীকে প্রশাসনিক কারণে লাইন ও আর, চট্টগ্রামে সংযুক্ত করা হল।
জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ওমর আলীর অপসারণ দাবিতে গত রোববার (১৮ মে) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের ইছাখালি এলাকায় সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, থানার ওসি নিরীহ মানুষকে হয়রানি করছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করছেন। মানববন্ধন থেকে অবিলম্বে তার অপসারণ দাবি করা হয়। এতে ভুয়া মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে বক্তব্য দেন আহমদুল হক নামে এক ভুক্তভোগী। এছাড়া মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন আরও একাধিক ভুক্তভোগী।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ওসি ওমর আলী তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন