এক মন্ত্রণালয়েই ৬০ হাজার পদ শূন্য, নিয়োগ শিগগিরই

চাটগাঁ নিউজ ডেস্ক : এক মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই এসব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

এর আগে গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে জানান, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী- বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একটি। সম্প্রতি বাংলাদেশ পিএসসি ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top