নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় গুলবিদ্ধ হন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র কাউসার মাহমুদ। ওই বছর ১৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল মোতালেব আজ মঙ্গলবার (১ জুলাই) কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন৷
তবে এ মামলায় ৯২ আসামির মধ্যে আওয়ামী লীগের দুই প্রয়াত নেতাও আাছেন। ঘটনার এক বছরেরও বেশি সময় পর মামলা আবার সেখানে মৃত ব্যক্তিকেও আসামি করায় এই নিয়ে চলছে আলোচনা।
এজাহার সূত্রে জানা গেছে, হত্যা মামলাটিতে ৫৫ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুল ২০২০ সালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। অন্যদিকে, মামলার ৫৮ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র ২০২৩ সালের ৭ মে বার্ধক্যজনিত রোগে মারা যান। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন৷
মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রেজাউল করিম সহ ৯১ জনকে আসামি করা হয়েছে।
এছাড়াও মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহনান চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, এজাহারের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে৷ মামলাটি পর্যবেক্ষণ সাপেক্ষে তদন্ত করা হবে। বাদি যদি কোন মৃত ব্যক্তির নাম উল্লেখ করে থাকেন তাহলে সেটি তদন্তে বাদ যাবে৷
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ







