চাটগাঁ নিউজ ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ১৭ জেলে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় সহযোগিতার কথাও জানাতে পারছিলেন না তারা। ফিশিং বোটে যখন জীবন-মৃত্যুর মাঝখানে ১৭ জেলের জীবন, তখন চারদিন পর একটি ফোন কলেই প্রাণ বাঁচে তাদের। কোস্টগার্ডের জরুরি নম্বরে ফোন করে ঘরে ফেরেন এই ১৭ জেলে।
টানা চার দিন সমুদ্রে ভাসতে থাকা ‘এফবি মাসুদা শাহীন’ নামে ফিশিং বোটটির ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কোস্টগার্ডের পক্ষে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
মাছ ধরতে ১৭ জেলে নিয়ে ৩১ আগস্ট সমুদ্রে পাড়ি জমায় বোটটি। ৭ সেপ্টেম্বর যান্ত্রিক গোলোযোগের কারণে বোটটি বিকল হয়ে পড়ে। মাঝ সমুদ্রে মোবাইল নেটওর্য়াক না থাকায় কারো কাছে সাহায্যর আবেদনও করতে পারছিলেন না জেলেরা।
অবশেষে চার দিন পর বুধবার সামান্য নেটওর্য়াক আসে বোটে থাকা একজনের মোবাইলে। আর তখনই কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ নম্বরে কল দিয়ে সাহায্যের আবেদন জানান তিনি। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ উদ্ধার অভিযান চালায়।
এই বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ১৭ জন জেলেসহ বিকল বোটটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ