রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের পৃথক দুই ইউনিয়নে এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৩০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় বিনাজুরী ইউনিয়ন ও বেলা সাড়ে ১২ টায় চিকদাইর ইউনিয়নে এমন হৃদয়বিদারক ঘটনা দুটি ঘটে। নিহত দুই শিশু হলেন বিনাজুরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দ রাম মাঝির বাড়ি মণি দে’র কন্যা অনুষ্কা দে (২) এবং চিকদাইর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের করম আলী হাজীর বাড়ির মোহাম্মদ মহিউদ্দিনের কন্যা তাহা মণি (৩)।
এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বাচ্চু চাটগাঁ নিউজ কে জানান, দুই বছর বয়সী শিশু অনুষ্কা দে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় চিকদাইর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন বলেন, শিশু তাহা মণির মা রান্নায় ব্যস্ত ছিলেন। তার দাদী উঠানে ধান শুকাতে দিয়ে বাড়ির পেছনের পুকুরে গেলে তাহা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাকে অভিভাবকদের সচেতনতার অভাবকে দায়ী করেন এই দুই জনপ্রতিনিধি।
চাটগাঁ নিউজ/এসবিএন