একসঙ্গে জুটি হচ্ছেন ইমন ও দীঘি

বিনোদন ডেস্ক: স্টেজ শো কিংবা বিজ্ঞাপনে একসঙ্গে বহুবার দেখা গেছে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘিকে। তবে এবার আর স্টেজে বা বিজ্ঞাপনে নয়, এবার তারা জুটি হচ্ছেন সিনেমায়। তাদের দেখা যাবে সরকারি অনুদানের ‘দেনাপাওনা’য়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার জানা গেল, এতে যুক্ত হয়েছেন ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তিনি জানান, সব ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তারা

মামনুন ইমনের কথায়, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশির ভাগ মানুষের জানা এবং পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড়পর্দাতেও দর্শক উপভোগ করবেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’

‘দেনাপাওনা’য় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর সিনেমার দর্শক আছে। কিন্তু সে তুলনায় সাহিত্যনির্ভর সিনেমা এখানে কম তৈরি হয়। আশা করি, দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’

‘দেনাপাওনা’র চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। ইমন-দীঘি ছাড়াও এতে অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ অনেকে।

বলা দরকার, গত বছরের শেষের দিকে সরকারি অনুদানের ‘ময়নার চর’ সিনেমার শুটিং শেষ করেছেন ইমন। এতে তার বিপরীতে আছেন সুষ্মি রহমান। সিনেমাটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান বাবু। আর রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি। এম রাহিমের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলীসহ অনেকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top