একশর আগে ৬ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে প্রথমে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। একশর রান তোলার আগেই পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। শুরুর দিকের সব ব্যাটারদের হারিয়ে মহাবিপর্যয়ে পড়েছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের চতুর্থ বলে রিশাদ হোসেনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের শততম উইকেট।

দ্বিতীয় ওভারে আবারও উইকেট হারায় পাকিস্তান। এবার আঘাত স্পিনের। শেখ মেহেদি হাসানের বলে সেই রিশাদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। চলমান এশিয়া কাপে যা তার চতুর্থ ‘শূন্য’ রানে আউট হওয়ার ঘটনা। তৃতীয় উইকেটে বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে পাকিস্তান। ২৪ রান যোগ করেন ফখর জামান ও সালমান আলি আগা।

প্রথম দুইজনের ক্যাচ নেওয়া রিশাদ এরপর আঘাত হানেন বল হাতে। দলীয় সপ্তম ওভারে ফখর জামানকে (২০ বলে ১৩) তানজিম হাসানের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর হুসাইন তালাতকেও ফেরান তিনি। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। এরপর বিপদ সামালের চেষ্টা করলেও অধিনায়ক সালমান আলি আগাও টিকতে পারেননি মোস্তাফিজুর রহমানের সামনে। দলীয় ৪৯ রানে ২৩ বলে ১৯ রান করে তিনি ফিরলে মহাবিপর্যয়ে পড়ে পাকিস্তান।

পাওয়ার প্লের ৬ ওভারে ২৭ রান করা পাকিস্তান ১০ ওভারে করে ৪৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে দলটির সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৮৬ রান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top