চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের দিন সোমবার ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
জানা গেছে, চট্টগ্রামে পাঁচজন, বগুড়ায় তিনজন ও মেহেরপুরে তিনজন, গাজীপুরে দুজন, কিশোরগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন হয়েছেন। এ ছাড়া নওগাঁ, পিরোজপুর, ঝিনাদহ ও যশোরে একজন করে নিহত হয়েছেন।
চট্টগ্রাম: গতকাল ভোরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত ছয়জন।
গাজীপুর: সকালে গাজীপুরের শিববাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
বগুড়া: দুপুরে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন চারজন।
নওগাঁ: সকালে জেলার সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে যুবক নিহত হন। এতে আহত দুই আরোহী।
পিরোজপুর: ঈদের দিন দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হন। এতে আহত হন তার স্ত্রী মিম আক্তার।
কিশোরগঞ্জ: বিকেলে জেলার কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মেহেরপুর: বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
ব্রাহ্মণবাড়িয়া: সন্ধ্যায় জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুজন।
এ ছাড়া ঝিনাদহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন