চাটগাঁ নিউজ ডেস্ক : দিন দিন মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের চুনতি অভয়ারণ্য এলাকা। যেখানে একদিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল আরও ১০ জনের।
বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বেপরোয়া গতির একটি রিলাক্স পরিবহনের সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ২ জন নারী, একজন কন্যাশিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে। রিলাক্স পরিবহন গাড়িটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, ঈদের দিন সোমবারেও (৩১ মার্চ) একই স্থানে একই সময়ে বাস-মিনিবাস সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছিল। যেখানে আহত হয়েছিল অন্তত ৭ জন।
চাটগাঁ নিউজ/জেএইচ