নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া ১০টি কলেজের মধ্যে ৯ শিক্ষা প্রতিষ্ঠানই চট্টগ্রাম মহানগরীর। বাকি একটা নগরীর বাইরে। পটিয়া সরকারি কলেজ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল পত্রে দেখা গেছে, এইচএসসির জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ। এবার এই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬১৯ জন; আর জিপিএ-৫ পেয়েছেন ৮৬৮ জন।
দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম কলেজ। এই কলেজের অংশগ্রহণকারী ১ হাজার ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৭৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এই কলেজ থেকে অংশগ্রহণকারী ২ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৮৪ জন উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছেন ৬৭৬ জন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রয়েছে চতুর্থ অবস্থানে। তাদের ১ হাজার ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৫৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ৪০৫ জন শিক্ষার্থী।
পঞ্চম অবস্থানে রয়েছে ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত সরকারি কমার্স কলেজ। এ কলেজের ৮৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮৬৬ জন। যা ৯৯ দশমিক ৫৪ শতাংশ। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন।
অন্যদিকে, ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩২৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫৫ জন।
বাকলিয়া সরকারি কলেজ রয়েছে সপ্তম অবস্থানে। এ কলেজ থেকে অংশগ্রহণকারী ১ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।
অষ্টম অবস্থানে হাজেরা তজু ডিগ্রি কলেজ। তাদের ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৫৬৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন।
নবম অবস্থানে থাকা দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; কলেজটি আছে দশম অবস্থানে।
চলতি বছরের এইচএসসি) পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৭০.৩২।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ