পড়া হয়েছে: ৪৪
সিপ্লাস ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও ফলাফল ঘোষণার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে এইচএসসির ফল প্রকাশে ২৬, ২৭ ও ২৮ তারিখ নির্ধারণের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। এ বছর ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।