চাটগাঁ নিউজ ডেস্ক: চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর দেশটিতে আবার নতুন এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
তবে বিষয়টি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তার কথায়, এই রোগে মৃত্যুর সংখ্যা নগণ্য। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, এশিয়ার চীন, ভারতসহ বেশ কিছু দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। অনেকে কোভিড ১৯-এর কথা মনে করছে।
রোগটির বিষয়ে তিনি বলেন, এইচএমপিভি সংক্রমণে ঠাণ্ডাজ্বর বা ফ্লুর মতো অসুস্থতা হয়। বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি হয়। তবে তীব্র কাশি, শ্বাসের অসুবিধা, শ্বাসটান বৃদ্ধি, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশিদের ক্ষেত্রে অসুস্থতা তীব্র হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এইচএমপিভি একটি সাধারণ রোগ। উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চল এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে নিশ্চিত করেছে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (চায়না সিডিসি)। এইচএমপিভি ভাইরাস সব বয়সী মানুষকে আক্রান্ত করার সক্ষমতা রাখলেও শিশুরা সবচেয়ে বেশি শিকারে পরিণত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনে অবস্থার ভয়াবহতা ফুটে উঠলেও চীনা কর্তৃপক্ষ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কেউই এখনও জরুরি অবস্থা জারি করেনি।
চাটগাঁ নিউজ/ইউডি