উপাচার্যবিহীন চবিতে চলবে অনলাইন ক্লাস

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি। তবে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো বিভাগ অফলাইনে তাদের অসম্পূর্ণ পরীক্ষাসমূহ নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হতে পারে। তখন অফলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা তিনিই করবেন। এখন প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট না থাকায় সশরীরে  ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top